তিনি গান করেন নিজের খেয়ালে, নিজের নিয়ম-রীতিতে। তাই কতদিন পরপর কনসার্টে সেই শিল্পীকে পাওয়া যাবে সেটি বলা মুশকিল। তিনি বাংলাদেশর রকস্টার জেমস। দেশে বা দেশের বাইরে যার অনুরাগী আর ভক্ত অগণিত। জেমসকে কলকাতার শ্রোতারা এবার পেয়েছেন পাঁচ বছর পর। রোববার শহরের ইনডোর স্টেডিয়ামে কনসার্ট করেছেন জেমস। সেই কনসার্টের কিছু ছবি এসেছে সোশাল মিডিয়ায়।