Published : 19 Aug 2023, 08:52 PM
সালমান খানের ভাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের বাহুলগ্না হওয়ার পর থেকে নানা কথা শুনতে হচ্ছে মালাইকা অরোরাকে। দুইজনের ১০ বছর বয়সের ব্যবধান-তা নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে কোনো কিছুই তাদের মধ্যে প্রভাব ফেলেনি। এবার এই যুগলের সম্পর্কে ফাটলের গুজব ছড়িয়েছে।
সম্প্রতি একক ভ্রমণের দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অর্জুন! আর সেই পোস্টকে কেন্দ্র করেই নেটিজেনরা দু’য়ে দু’য়ে চার মিলিয়ে নিয়েছেন বলে পিংকভিলা জানিয়েছে।
তবে তারকা যুগলের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বলিউড লাইফ জানিয়েছে, এসব গুজবে মোটেও কান দিচ্ছেন না অর্জুন-মালাইকা। উল্টো তারা হাসিতে গড়িয়ে পড়ছেন। তারা নিজেরাও বুঝতে পারছে না, এসবে গালগল্পে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। আংশিক সত্য জেনে ভক্তদের সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার বিষয়টিও বিস্মিত করেছে তাদের। তাই তারা দুজনই অপ্রয়োজনীয় গুজবের দিকে মনোযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা কয়েক বছর ধরে ‘লিভ ইন’ করছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুরের আগের স্ত্রীর ছেলে অর্জুন কাপুরের সঙ্গে।
নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি অর্জুন-মালাইকা। সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও দেন নিয়মিত।
কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, দুজন ঘর বাঁধবেন। চলতি বছর শেষের দিকে তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে ভারতীয় সংবাদমাধ্যমেও খবর এসেছে।