Published : 08 Nov 2024, 07:33 PM
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন; এই সময়ে মশাবাহিত রোগটিতে পাঁচজনের মৃত্যৃ হয়েছে।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৬৯ হাজার ৯২২ জন হল। তাদের মধ্যে ৩৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ রোগ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪২ জন, ঢাকা বিভাগে ৯২ জন, ময়মনসিংহে ২০ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনায় ৪৩ জন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে একজন, বরিশাল বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত একদিনে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৫ হাজার ২৯৩ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ২৮৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯১ জন; আর ২ হাজার ৩৯৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪০ হাজার ৯৯৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯২৩ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
আর নভেম্বরের প্রথম আট দিনে ৮ হাজার ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৪৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।