গাছে গাছে ঝুলছে ছোট ছোট বাক্স। দেখতে ঠিক পাখির বাসার মত, তবে ভেতরে রাখা হয়েছে বই। যে কেউ সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন। পড়া শেষে আবার আগের জায়গায় রেখে যাওয়াই নিয়ম। রাজধানীর ধানমন্ডি লেকের দুই পাড়ে এমন ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলছে সপ্তাহ দুয়েক ধরে। একটি বাক্স নিয়ে গত ১৬ নভেম্বর যাত্রা শুরু হলেও দুপাড়ে এখন এমন বাক্স ১০টি।