প্রায় একশ বছর আগে ঢাকা শহরে আসে রিকশা। যতদূর জানা যায়, তা এসেছিল সিঙ্গাপুর থেকে। তারপর অল্প সময়ে এই বাহন ছড়িয়ে যায় সারাদেশে। রিকশা চালুর শুরু থেকে এর পেছনে আঁকা হত নানা ছবি; কখনও নায়ক-নায়িকাদের, কখনও প্রাকৃতিক দৃশ্যের, কখনওবা ফুল-পাখি-লতা-পাতার; হরেক রঙের শিল্পকর্মে বর্ণিল হয়ে থাকত বাহনগুলো। কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না রিকশা পেইন্ট।