বৃষ্টি হলে চলতে হয় কাদা মাড়িয়ে আর রোদের সময় ধুলোয় ঢেকে রাখতে হয় মুখ। ঢাকা-ময়মনসিংহ সড়কে ঢাকার বনানী অংশের গত কয়েকদিনের চিত্র এমনটাই। নগরীর প্রধান এ সড়কে বনানী ওভারপাস হয়ে কাকলীর পথে যেতে এক পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় দিনের বড় সময় ধুলায় ধূসর হয়ে থাকে চারপাশ।