Published : 18 Dec 2023, 11:24 AM
আরও একবার সালমান ফজলুর রহমান ও সালমা ইসলামের দ্বৈরথ দেখবে দোহার ও নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা-১ আসন; প্রতীক বরাদ্দ পেয়ে তাদের প্রতিনিধিদের কথায় মিলেছে লড়াইয়ের আভাস।
সোমবার সকালে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-১ আসনের সাতজন বৈধ প্রার্থীকে প্রতীক দেওয়া হয়।
এ আসনের বর্তমান এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। আর সংরক্ষিত নারী আসনের এমপি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম পেয়েছেন তার দলীয় প্রতীক লাঙ্গল।
সালমান এফ রহমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন মিজানুর রহমান ভূঁইয়া কিসমত। তিনি বলেন, “আমরা আজকে থেকে মাঠে নামব। নৌকাকে জয়ী করতে যা যা করা দরকার আমরা নিয়ম মেনে তাই করব।"
আর সালমা ইসলামের প্রতিনিধি জিল্লুর রহমান প্রতীক বুঝে নিয়ে সাংবাদিকদের বলেন, “আমার দল হান্ড্রেড পারসেন্ট জিতবে। আমরা ব্যাপক উন্নয়ন কাজ করেছি।"
এ আসনের বাকি পাঁচ প্রার্থীর মধ্যে তৃণমূল বিএনপির মুফিদ খান পেয়েছেন দলীয় প্রতীক সোনালী আঁশ, বাংলাদেশ সুপ্রিম পার্টির শামসুজ্জামান চৌধুরী পেয়েছেন একতারা, গণফণ্টের শেখ মো. আলী পেয়েছেন মাছ। মো. করম আলী পেয়েছেন ওয়ার্কার্স পার্টির দলীয় প্রতীক হাতুড়ি। ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম পেয়েছেন আম প্রতীক।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে আসন ভাগাভাগি হলেও ঢাকা-১ আসন উন্মুক্ত রাখা হয়েছিল।
সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান খানকে পরাজিত করে গত পাঁচ বছর জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা, যিনি এখন কোম্পানির চেয়ারম্যান।
২০১৮ সালে মহাজোটের ভাগাভাগিতে এ আসনটি ছেড়ে দিতে হয় জাতীয় পার্টির। আওয়ামী লীগের মনোনয়নে জোটের প্রার্থী হন সালমান। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সালমান ও সালমার মধ্যেই। ৩ লাখ ২ হাজার ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হন নৌকার প্রার্থী সালমান। আর স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সালমা ইসলাম মোটরগাড়ি প্রতীকে পান ৩৭ হাজার ৭৬৩ ভোট পান।
ঢাকা-১ আসনের এমপি হতে না পারলেও পরে সংরক্ষিত নারী আসনের এমপি হয়ে সংসদে যান সালমা।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন নব্বই দশকের মাঝামাঝিতে।
আওয়ামী লীগের রাজনীতিতে আসার আগে নিজের গড়া ‘সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন’ থেকে ১৯৯৬ সালের নির্বাচনে ধানমণ্ডি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সালমান।
পরে ২০০১ সালের নির্বাচনে ঢাকা-১ আসনে নৌকার টিকেটে নির্বাচন করে তিনি পরাজিত হন তার আত্মীয় তৎকালীন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার কাছে। প্রায় দেড় যুগ পর ২০১৮ সালে ফের ঢাকা-১ আসনে নির্বাচন করে বিজয়ী হন তিনি।