Published : 02 Oct 2024, 08:09 PM
যুক্তরাজ্যের লন্ডনে ‘বাংলা উৎসব’ করেছে বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন নন্দন আর্টস।
গত ৮ সেপ্টেম্বর দিনব্যাপী লন্ডনের দ্য অ্যাট্রিয়াম ইভেন্ট হলে এ উৎসব করেন তারা। উৎসব সঞ্চালনা করেন নন্দন আর্টসের মালিক রাজীব দাস।
শুরুতে সেমিনারের আলোচ্য বিষয় ছিল ‘সংস্কৃতির সংযোগ: ব্রিটিশ বাংলাদেশি এবং যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের বিবর্তন’। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলায় ব্রিটিশ-বাংলাদেশিদের অবদান নিয়ে এতে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন জাকের উল্লাহ, শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিদিত দে, শামীম চৌধুরী, মাহমুদ হাসান, জালাল উদ্দিন রাজন, কাউন্সেলর সায়মা আহমেদ, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওলি খান এবং সঙ্গীতশিল্পী হিমাংশু গোস্বামী।
উৎসবে ৪ বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- সঙ্গীতে বিদিত লাল দাস ও হিমাংশু গোস্বামী, সমাজসেবায় মাহমুদ হাসান, শিক্ষা ও চিকিৎসায় জিয়াউদ্দিন আহমেদ এবং সামাজিক কর্মকাণ্ডে বিমলেন্দু দাস।
তাদের হাতে সম্মাননা তুলে দেন ব্রিটিশ সংসদ সদস্য রুশনারা আলী। উৎসবে গান শোনান শিল্পী শ্রীকান্ত আচার্য।