Published : 03 Nov 2024, 03:20 PM
পিরোজপুর শহরের গাছে ওঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে পিরোজপুর শহরের ম্যালেরিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুস সোবাহান।
মারা যাওয়া মো. রসূল শেখ পাশের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কামলা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। ৫৪ বছর বয়সী রসূল শেখ ডাব-নারিকেলের ব্যবসা করতেন।
তার মামাত ভাই দুলাল শেখ জানান, রোববার সকালে শহরের একটি বাড়ির গাছে নারিকেল পাড়তে উঠেন রসুল। কিন্তু অসাবধানতাবশত গাছের পাশে থাকা বিদ্যুতের তার স্পর্শ করে ফেলেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুস সোবাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।