Published : 13 Jan 2024, 10:52 PM
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কিশোরের প্রাণ গেছে; এতে আহত হয়েছে অপর এক আরোহী।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন।
নিহত বিপুল মিয়া (১৬) বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া লক্ষীমোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং আহত রাঙ্গা মিয়া (১৭) একই গ্রামের সোবাহান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে করে ওই দুই কিশোর ভুরুঙ্গামারী যাচ্ছিল। পথে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিপুল মারা যায়। আহত হয় অপর আরোহী রাঙা মিয়া।
স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ঘটনার পরপর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যান।
ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিশোরের মরদেহ বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।