Published : 03 Jul 2025, 12:05 PM
মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত পরিচয় এক নারী লাশ উদ্ধার করা হয়েছে, যিনি গাড়ি চাপায় নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের কুতুবপুরে মুন্সির বাজার এলাকা থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানিয়েছেন।
নিহত নারীর বয়স ৪৫ বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
শিবচর হাইওয়ে পুলিশ বলছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অজ্ঞাত পরিচয় এক নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর হাইওয়ে থানায় খবর দেয়।
পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জহিরুল ইসলাম বলেন, ওই নারী ভোরে মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত কোন গাড়ির চাপায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।