Published : 28 May 2025, 07:53 PM
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সুষ্পষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। সেই সঙ্গে আকাশে মেঘের গর্জন এবং কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে।
এই অবস্থায় সাগর উত্তাল থাকায় দ্বীপ উপজেলা হাতিয়ায় সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “সুষ্পষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীসহ দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাগরে তিন নম্বর স্থানীয় সংকেত জারি করে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।”
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, সাগর উত্তাল থাকায় সকাল সাড়ে ১১টার পর থেকে সব ধরনের নৌ পরাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে।
এ ছাড়া সাগর উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে। এ আদেশের পর থেকে নোয়াখালী জেলা সদরসহ সারাদেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
হাতিয়ার স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে আকাশ মেঘলা থাকায় হাতিয়ার কিছু কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এতে নদীপাড়ে এবং নৌঘাটে স্থাপিত অনেক দোকানপাট সরিয়ে দিতে হয়েছে। জোয়ারের তোড়ে কিছু দোকান ভেঙে নদীতে ভেসে গেছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ঝুঁকিপূর্ণ নৌ পারাপার বন্ধ রাখতে নলচিরা ঘাটে নৌ-পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।