Published : 29 Jul 2024, 12:50 AM
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ও নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে রোববার সকালে ফুলবাড়ী উপজেলায় বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ও দুজন আহত হয়েছেন।
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, “একজনকে বাঁচাতে গিয়ে বাকি দু’জনও বিদ্যুৎস্পৃষ্ট হন। একজন মারা গেলেও দুজন এখন সুস্থ আছেন।”
নিহত আজিজুল ইসলাম (৪৫) ওই এলাকার নূর ইসলামের ছেলে। আহত হয়েছে তার বাবা ও ছোট ভাই নূরনবী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আজিজুলের চাচাতো ভাই হযরত আলী জানান, খরায় জমির পানি শুকিয়ে যাওয়ায় সেচ দিয়ে আমন চারা রোপন করতে হচ্ছে। রোববার ফজরের নামাজের পরপরই বাড়ির উঠানে সেচ পাম্পের সুইচ চেপে পানি তোলেন আজিজুল। আর একটু দূরে জমির নালা পরিষ্কার করছিলেন হয়রত।
পানি তোলার পর ভেজা হাতে পাম্পের সুইচ অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আজিজুল। এ সময় তার পাশে থাকা বাবা ও ছোট ভাই তাকে উদ্ধারের চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
হযরত আলী এ পরিস্থিতি দেখে দৌড়ে এসে মেইন সুইচ অফ করেন। তার চিৎকারে আশপাশের লোকজনও এসে আহত অবস্থায় তিনজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হোমায়রা খাতুন বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই আজিজুল ইসলামের মৃত্যু হয়েছে। বাকি দু’জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তারা এখন আশংকামুক্ত।”
ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। আমরা খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নিব।
এদিকে নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ির সংযোগ লাইন মেরামতের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার এসআই রোকনুজ্জামান।
মধ্য বয়সী রতন মিয়া গাড়াদিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই রোকনুজ্জামান জানান, রতন মিয়া পুরাতন বাড়ির মিটার থেকে সম্প্রতি নতুন বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। ওই সংযোগের তারে সমস্যা দেখা দিলে সকালে তিনি তা মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই রোকনুজ্জামান।