Published : 30 May 2025, 01:11 AM
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে রড-সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব-দক্ষিণে এ ঘটনা ঘটে। এতে কারো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
হাতিয়ার তমরদ্দি বাজারের ব্যবসায়ী মো. নাজমুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে এমভি প্রাইম নামের ট্রলারটি চট্টগ্রাম থেকে সন্দীপ হয়ে হাতিয়ার উদ্দেশে যাত্রা করে। সেটি হাতিয়ার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে।
“এক পর্যায়ে ২৮ টন রড, সিমেন্ট ও মুদি মালামালসহ প্রায় চার কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক ট্রলারে থাকা লোকজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।”
নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলারটি ছাড়া হয় বলে অভিযোগ তমরদ্দি বাজারের ব্যবসায়ী মো. নাজমুল আলমের।
অভিযোগের বিষয়ে জানতে ট্রলারের মালিক জাহেদ ও সুনীল মেম্বারের মুঠোফোনে কল দিলেও বন্ধ পাওয়া গেছে।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, “মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী জিডি করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”