Published : 03 Jul 2024, 07:07 PM
নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চুয়াডাঙ্গায় বিএনপির ২৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দুটি মামলার আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, ২০২৩ সালের অক্টোবর মাসে দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় বিএনপি নেতাকর্মীরা সমবেত হয় এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে মানুষের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে।
পুলিশ দুটি স্থান থেকে ১৬টি বোমাসদৃশ্য বস্তু, প্লাস্টিকের জিআই পাইপ, কাঠের বাটাম ও লোহার রডসহ বিভিন্ন দ্রব্য উদ্ধার করে।
এ ঘটনায় দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়। একটি মামলায় ১৪ জন এবং অপর মামলায় ১৫ জনকে আসামি করা হয় বলে জানান আইনজীবী।