Published : 04 Dec 2024, 09:25 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে উপজেলার মমিনের গ্যারেজ রেল গেইট টাওয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আদিতমারী থানার ওসি আলী আকবর।
নিহত লিয়ন ইসলাম (১৫) ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে।
ওসি আলী আকবর জানান, বিকালে লিয়ন বাড়ির পাশে রেল লাইনের ধারে ঘোরাফেরা করছিল। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
লিয়নের বাবা রাশেদুল ইসলাম বলেন, সে মানসিক প্রতিবন্ধী ছিল। যার কারণে হয়ত, কিছুই বুঝতে পারেনি।