Published : 06 May 2025, 09:53 AM
ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।
গ্রেপ্তার মো. জুবায়ের আহামাদ (২৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি খরারচরের তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক।
ওসি মনিরুল ইসলাম বলেন, রোববার রাত আড়াইটার দিকে মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রকে ঘুম থেকে তুলে নিজের শয়ন কক্ষে নিয়ে যান ওই শিক্ষক। এরপর তাকে ধর্ষণ করেন।
“পরদিন সোমবার খাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বাড়ি এসে নিজের মাকে পুরো ঘটনা খুলে বলে শিশুটি। এ ঘটনায় সোমবার ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা।”
ওসি আরও বলেন, থানায় অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে।
মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে জানান এই পুলিশ কর্মকর্তা।