Published : 12 Jan 2024, 06:38 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেরামত করার সময় ট্রাক উল্টে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে৷
শুক্রবার সকালে ঢাকা-সিলেট-মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা বলে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আলী আশরাফ জানান।
নিহতরা হলেন-গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার মফিজুলের ছেলে মো. ইউনুস (২৩) ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দেলোয়ার হোসেনের ছেলে মো. ইয়াকুব (২০)।
পরিদর্শক আশরাফ বলেন, “মালবোঝাই ট্রাকটি পুরিন্দা এলাকায় বিকল হয়ে গেলে চালক পাশের এলাকা থেকে তিনজন মিস্ত্রি ডেকে আনেন৷ পরে মেরামত করার সময় ট্রাকটি উল্টে গেলে তাতে চাপা পড়ে দুই মিস্ত্রি ঘটনাস্থলেই মারা যান।”
খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি সরিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোন মামলা হয়নি জানিয়ে আশরাফ বলেন, নিহতদের পরিবারের দাবিতে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।