Published : 25 Nov 2023, 11:04 PM
ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পুলিশ পাহারা দিতে দেখা গেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী জানান, সন্ধ্যার পর শহরের কেশব মোড়ের সাকিবের বাড়ির আঙ্গিনায় পুলিশ পাহারা বসে। পরে রাত ৯টার দিকে তারা চলে যান।
পুলিশ সদস্যরা সেখানে গাছের নীচে প্লাস্টিকের চেয়ারে বসে ছিলেন। পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও বাড়ির সামনে ঘুরে যেতে দেখা গেছে।
তবে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, “কোনো নির্দিষ্ট কারণে কারো বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়নি। কারো বাড়ির সামনে পুলিশ দেখা গেলে তা নিয়মিত টহল ছাড়া আর কিছু নয়।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগ থেকে মাগুরার দুটিসহ তিনটি আসনে মনোনয়ন ফরম কিনেছেন এই তারকা ক্রিকেটার। মনোনয়ন ফরম নেওয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে রুদ্ধদ্বার খবরে জেলার রাজনীতিতে ব্যাপক আলোচনা হচ্ছে।
যে তিনটি আসন থেকে সাকিব আল হাসান মনোনয়ন ফরম নিয়েছেন তার মধ্যে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনে সাবেক প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তারা দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
সাকিব কোন আসন থেকে মনোনয়ন পান এবং দুই সংসদ সদস্যের মধ্যে কেউ বাদ পড়েন কি-না এসব নিয়ে শহরে জোর আলোচনার মধ্যেই সন্ধ্যায় তার বাড়িতে পুলিশ পাহারা দেখে শহরবাসীর মধ্যে আগ্রহ বেড়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল সাংবাদিকদের বলেন, “সন্ধ্যা থেকে বাড়ির সামনে পুলিশ প্রহরা দিতে দেখছি। কিন্তু কেন পুলিশ প্রহরা তা আমি জানি না।”
মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, “সাকিব আল হাসানের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে কি-না তা আমার জানা নেই। তাই কী কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে আমার জানার কথা নয়।”