Published : 04 Apr 2025, 04:20 PM
সিলেটের ওসমানীনগরে হাওরে গাছের ডাল থেকে এক সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের কোনার বন হাওর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান।
নিহত মুজাহিদ আহমদ (২৭) ওই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হন মুজাহিদ আহমদ। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শুক্রবার জুমার নামাজের আগে স্থানীয়রা ওই হাওরের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মুজাহিদের লাশ দেখতে পান।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ওসি মোনায়েম মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”