Published : 15 Aug 2024, 03:33 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশের জোহরপুর ও ভারতের পিরোজপুর সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মনির-উজ জামান।
এর আগে রোববার রাতে ওয়াহেদপুর সীমান্তে গুলিবিদ্ধ প্রাণ হারিয়েছিলেন পাঁকা ইউনিয়নের নিশিপাড়ার নজরুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ (৩৫)।
গরু চোরাচালানের জন্য অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকলে বিএসএফ তাকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে যায় বলে জানিয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধি।
লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ জামান জানান, পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, বিজিবি ও দুই দেশের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মরদেহ হস্তান্তরের পরে শিবগঞ্জ থানা পুলিশ তা আব্দুল্লাহর পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।
পুরানো খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর