Published : 05 May 2024, 05:54 PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় শাহদাত হোসেনের প্রার্থিতা বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল জানান।
তিনি বলেন, “প্রার্থীকে এসব তথ্য সংশোধন করে জেলা প্রশাসকের কাছে আপিলের পরামর্শ দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:
কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর ভাই ও ভাগিনার মনোনয়নপত্র দাখিল
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন বলেন, “আমার নামে যে মামলা আছে তা আমার জানা ছিল না। এ ছাড়া আয় বিবরণীর হিসাব দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তা তা খেয়াল করেননি।
“আপিল করার সুযোগ আছে। আমি আপিল করব। আশা করি, আমার মনোনয়ন বৈধ হবে।”
এ উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী।
ওবায়দুল কাদেরের ভাগিনা বসুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ মঞ্জু উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মনোনয়নপত্র বৈধ হয়েছ