Published : 10 Nov 2024, 08:32 PM
শরীয়তপুরে আদালতের হাজতখানার ঝরকা ভেঙে পালিয়ে যাওয়া আসামি ঘণ্টার ব্যবধানে ফের গ্রেপ্তার হয়েছেন।
রোববার বিকালে সদর উপজেলার আটং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব জানান।
গ্রেপ্তার রাজু মাল ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার বাসিন্দা। তাকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
আহসান হাবীব বলেন, রোববার সকালে রাজু মালকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর আদালত।
“শুনানি শেষে তাকে আদালতের হাজতখানায় নিয়ে গেলে দুপুর ৩টার দিকে শৌচাগারের ভেন্টিলেটর ভেঙে তিনি পালিয়ে যান। তবে পুলিশ অভিযান চালিয়ে ১ ঘণ্টার মধ্যেই তাকে আটং গ্রাম থেকে ফের গ্রেপ্তার করে।”