Published : 22 Aug 2024, 09:54 PM
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ আছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পদ্মার চরে ঘাস কেটে ফেরার সময় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩ নম্বর খুঁটির নিচে তীব্র স্রোতে ঘাসভর্তি ট্রলারটি ডুবে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।
নিখোঁজ লক্ষ্মণ চন্দ্র দাস (৬০) লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের দক্ষিণ সিংহেরহাটি গ্রামের শুকুমার চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় বাদ্যকর।
বেঁচে ফেরারা হলেন- মন্নাফ সৈয়ল, ইসমাঈল শেখ, ইউসুফ হাওলাদার এবং ট্রলার চালক মোকসান।
ট্রলারের যাত্রী মন্নাফ সৈয়ল জানান, সকাল ৯টার দিকে তারা পাঁচজন মিলে পদ্মার চরে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে দুপুরে বাড়ির উদ্দেশে রওনা করেন তারা। পথে পদ্মা সেতুর ৩ কিংবা ৪ নম্বর খুঁটির কাছে গেলে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়।
স্থানীয় জেলেদের সহযোগিতায় চারজন তীরে উঠতে পারলেও লক্ষ্মণ নদীতে তলিয়ে যায় বলে জানান তিনি।
উদ্ধারকারী জেলে হবি হাওলাদার বলেন, “আমি নদীতে মাছ ধরি। দুপুরের পর খাবার খেতে বাড়ি যাওয়ার সময় দূর থেকে দেখি একটি ট্রলার ডুবে যাচ্ছে।
“পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করি। তবে ট্রলারসহ আরেকজনকে উদ্ধার করতে পারিনি।”
লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইন্সপেক্টর সুমন আলী জানান, পদ্মায় প্রবল স্রোত থাকায় ডুবুরি দলকে নদীতে নামানো সম্ভব হয়নি। তবে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের টহল টিম কাজ করছে।