Published : 22 May 2025, 09:09 PM
যোগ দেওয়ার তিন দিন পরই ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।
নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা একটি মামলার আসামি হওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার পর এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে জেলার এসপি কাজী আখতার উল আলম জানান।
গত ১৮ মে মিজানুর রহমানকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
কিন্তু এর পরই তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ে সংঘটিত একটি মামলার অভিযোগ প্রকাশ্যে আসে।
ওই মামলায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও ‘ক্রসফায়ার’ এর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় বিষয়টি দ্রুতই আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দেয়।
এসপি কাজী আখতার উল আলম বলেন, “যথাযথ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের মাধ্যমেই এই ওসিকে কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয়েছিল। তখন তার নিজ এলাকা থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ‘পজিটিভ’ এসেছিল।
“তবে, পদায়নের পর মামলার বিষয়টি আমরা জানতে পারি। এরপরই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।”
এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, “মামলার বিষয়টি অবহিত হওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ওসিকে প্রত্যাহার করেছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।”