Published : 19 May 2025, 06:22 PM
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার বেলা ৩টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলেন বাহুবল থানার ওসি জায়েদুল হাসান জানান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ৩টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাঁও এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাস চালকসহ দুইজনের মৃত্যু হয়। আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও এক জনের মৃত্যু হয় ।
ওসি জায়েদুল হাসান বলেন, এর আগে দুপুরে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ বাধে। আশংঙ্কাজনক অবস্থায় ট্টাক চালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।