Published : 09 Dec 2015, 03:08 PM
বুধবার উপজেলা পরিষদের সরকারি গ্যারেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন।
তবে ঘটনার সময় ইউএনও আব্রাউল হাসান মজুমদার গাড়িতে ছিলেন না বলে জানান ওসি।
নিহত সাজ্জাদ হোসেন নিনাদ (১০) চাটখিল পৌরসভার সোন্দরপুর গ্রামের সাইফ উদ্দিন সেলিমের ছেলে এবং স্থানীয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে নিনাদ ও তার সহপাঠীরা উপজেলা সরকারি গ্যারেজের সামনে খেলা করছিল। ওই সময় ইউএনওর গাড়ি চালক আবুল কাশেম গেইটের সামনে থেকে গাড়ি ঘোরানোর সময় নিনাদ চাপা পড়ে।
“উপস্থিত লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান ওসি নাছিম।
নিনাদকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী।
আব্রাউল হাসান মজুমদার বলেন, চালক কাশেমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।