Published : 13 May 2016, 04:14 PM
শুক্রবার দুপুরে উপজেলার কলকলি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরসালিন জানান।
মৃত আমির উদ্দিন (৩০) ওই ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, বেলা ১২টার দিকে বাড়ির পাশের হাওরে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আমিরের মৃত্যু হয়। বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এ নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।