Published : 10 Jan 2017, 03:29 PM
মঙ্গলবার দুপুরে উপজেলার দশগরিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানান চাটখিল থানার ওসি নাছিম উদ্দিন।
নিহত পূর্ণ চন্দ্র দাস (২৪) দশগরিয়া গ্রামের প্রিয়লাল দাসের ছেলে।
এ ঘটনায় বিধানকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের নেপাল চন্দ্র দাসের ছেলে।
ওসি বলেন, কয়েকদিন আগে পূর্ণ চন্দ্র দাসের একটি বাইসাইকেল চুরি হয়। এনিয়ে বিধানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
“দুপুরে দশগরিয়া মাছ বাজারে মাছ বিক্রি করছিলেন পূর্ণ। এ সময় বিধান এসে ধারালো চুরি দিয়ে তাকে গলাকেটে হত্যা করে।”
পরে স্থানীয়রা বিধানকে আটক করে পুলিশে দেয়।
লাশ ময়নাতদন্তের জন্যে নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।