Published : 24 Oct 2017, 10:47 PM
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার সাহাপুর বাজারে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াছিন আরাফাত (৩৫) সাহাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ নয়টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মঙ্গলবার রাতে ইয়াছিন সাহাপুর বাজারে গেলে লোকজন তাকে ধাওয়া করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাত সাড়ে ৮টার দিকে সাহাপুর স্কুল মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।”