Published : 17 Dec 2017, 08:55 PM
রোববার দিনাজপুরের চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবুল হাসান মাহমুদ আলীর নির্বাচনী এলাকার চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করায় রোববার তাকে বিদ্যালয়ের পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের সব সূচকেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।এমনকি অনেক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।
“বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। শিক্ষার হার ছেলেদের তুলনায় মেয়েদের বেশি। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের পেছনে যিনি সারা বিশ্বে সমাদৃত, তিনি হচ্ছেন বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাহমুদ আলী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের দৃশ্যপট পাল্টে দিয়েছে, দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দিন।
চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে কমিটির সভাপতি আজিম উদ্দীন সরকার গোলাপের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহ, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল।
এ সময় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।