Published : 16 Feb 2018, 10:50 AM
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের নির্মাণাধীন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ জানান।
নিহত জাহান (২৪) নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা।
ওসি আব্দুল বলেন, ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে গফরগাঁওয়ে ডাকবাংলোর সামনে ৫০০ আসনের একটি অডিটোরিয়াম নির্মাণ কাজ চলছিল। সকালে ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও ছয় শ্রমিক আহত হন।
এ দুর্ঘটনায় আরও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।