Published : 01 Mar 2018, 02:41 PM
উপজেলার চারিপাড়া গ্রাম থেকে বৃহস্পতিবার রমিজা খাতুনের (৬২) লাশ করা হয় বলে গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান।
আটক খাদিজা (৩৫) রমিজার ছেলে ইসলাম আকন্দের স্ত্রী।
ওসি বলেন, বুধবার মধ্যরাতে কথা কাটাকাটির এক পর্যায়ে শাশুড়ি রমিজাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন খাদিজা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান রমিজা।
সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় খাদিজাকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।