Published : 03 May 2018, 07:31 PM
গফরগাঁও থানার ওসি মোখলেছুর রহমান জানান, নিহত জালাল উদ্দিন (৫০) উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা।
হতাহতের এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে ওই গ্রামের খায়রুল ও এমদাদ নামে দুই ভাই তারা মিয়া নামে এক ব্যক্তির বসতভিটা দখলের চেষ্টা করেন।
“তারা মিয়া বাড়ি না থাকায় তার চাচাত ভাই আব্দুল জলিল লোকজন নিয়ে দখলে বাধা দেন। প্রতিপক্ষের হামলায় জলিল, তার মেয়ে লাকি আক্তার (২৫), ফিরোজা খাতুন (৬০) ও তার ছেলে নয়ন মিয়া (৪২) আহত হন।”
স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পথে জলিল মারা যান। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জলিলের ভগ্নিপতি শিপলু মিয়া বলেন, “খায়রুল ও তার ভাই এমদাদ পেছন দিক থেকে শাবল দিয়ে মাথায় আঘাত করে জলিলকে হত্যা করেছেন।”
মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি মোখলেছুর বলেন, ঘটনার পর পুলিশ খায়রুলের বাবা আনোয়ার হোসেন ও মা পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।