Published : 23 Jul 2018, 05:49 PM
সোমবার বিকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক।
মৃত রেহানা আকতার (৩৫) উপজেলার জলুলী গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ভোরের দিকে নদীতে গোসল করতে যান রেহানা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বিকালে নদীতে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয় বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।