Published : 30 Jul 2018, 05:30 PM
সোমবার উপজেলার দত্তের বাজার ইউনিয়নের দ্বীপ পাগলা গ্রামে এ ঘটনা ঘটে বলে পাগলা থানার ওসি মোখলেছুর রহমান জানান।
নিহত রিতা বেগম (৪২) ওই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী।
এ ঘটনায় মতিনের আগের পক্ষের ছেলে রইস উদ্দিনকে (৩০) আটক করেছে।
ওসি মোখলেছুর বলেন, সকালে রইস সৎমায়ে কাছে ভাত চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুদ্ধ হয়ে রইস তাকে বটি দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহায়তায় রইসকে আটক করে পুলিশ।