Published : 01 Mar 2019, 08:16 PM
ফুলগাজী থানার ওসি মো. কুতুব উদ্দীন জানান, শুক্রবার বিকেলে উপজেলার কিসমত বাসুড় গ্রামে আবদুর রউফ মিয়ার পুকুর সংস্কারের সময় শ্রমিকরা এটি দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে এটি হেফাজতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, “মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপাতত এটি পুলিশের পাহারায় রাখা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সেনাসদস্যদের খবর দিয়েছেন উদ্ধারের জন্য।
জেলার পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।