Published : 15 Sep 2019, 12:11 PM
উজজেলার পুলেরঘাট এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কে রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কটিয়াদি হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন মজুমদার জানান।
নিহত হৃদয় হোসেন (১৮) সদর উপজেলার নয়াহাটি গ্রামের আবু তাহেরের ছেলে এবং চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
আহত নোমানকে প্রথমে কিশোরগঞ্জ সদর শয্যা জেনারেল হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা নাসির বলেন, হৃদয় তার বন্ধু নোমানকে নিয়ে মোটর সাইকেলে করে কটিয়াদি থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।
“পথে ঢাকাগামী অনন্যা সুপার পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যান।”
ঘাতক বাসটিকে আটক করা হলৌ এর চালক পালিয়ে গেছে বলে নাসির জানান।