Published : 23 Sep 2019, 05:18 PM
রোববার মধ্যরাতে শহরের মোক্তারপাড়া এলাকায় লইয়ার্স প্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করার সময় তাস ও নগদ ১৭ হাজার ৯০০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম।
এদের মধ্যে আবু সাইদ মজুমদার ছাড়া সবার বাড়ি শহরের বিভিন্ন এলাকায়।
ওসি তাজুল ইসলাম বলেন, “জুয়া ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপনসূত্রে খবর পেয়ে লইয়ার্স প্লাজায় অভিযান চালানো হয়।”
তাদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা করা হয়েছে। এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়।