Published : 17 Feb 2020, 02:46 PM
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার রশিদপুর গ্রাম থেকে যুথী আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয় বলে সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান।
যুথী ওই গ্রামের পিয়ার আলীর ছেলে ওয়াছেল চৌধুরীর স্ত্রী। তার বাবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাদুলিয়া গ্রামে।
প্রতীকী ছবি
“এর জেরে রোববার রাতের কোনো এক সময় যুথী স্বামীর বাড়িতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।“
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।