Published : 05 Mar 2020, 07:48 PM
গ্রেপ্তার মোমিনুর রহমান মোমিজ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দেশের বাণী নামে স্থানীয় একটি সংবাদপত্রের মালিক ও সম্পাদক।
কুমারখালী থানায় বৃহস্পতিবার ভোররাতে মামলাটি হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে জেলা শহরের নারকেলতলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে মোমিজকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ওই থানার পরিদর্শক আব্দুল আলীম।
এমপি জর্জের বিরুদ্ধে ইন্টারনেটে কুৎসা রটানোর অভিযোগ এনে কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামের আজের আলীর ছেলে জহুরুল ইসলাম বাদী হয়ে ফেইসবুক আইডিধারী মোমিজ রহমান, রবি রহমান, শিমুল আহমেদ, শেখ নাঈম ও একটি সাপ্তাহিকের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কুমারখালী থানার পরিদর্শক আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় সংসদ সদস্যের নামে কুৎসা রটনার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার ৩ নম্বর আসামি মোমিজ রহমানকে গ্রেপ্তার করে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। দুপুরে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।”
যুব মহিলা লীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক (পরে বহিষ্কৃত) পাপিয়াকে গত ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর তার ওয়েস্টিন হোটেলকেন্দ্রিক ‘যৌনসেবার কারবার’র কথা র্যাব জানায়।
পাঁচতারা ওয়েস্টিন হোটেলের সবচেয়ে ব্যয়বহুল প্রেসিডেনশিয়াল স্যুইট মাসের পর মাস ভাড়া করে পাপিয়ার কারবার চালাতেন বলে র্যাবের ভাষ্য।
সেখানে যাতায়াতকারী হিসেবে কয়েকজন আমলা, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা, টক শোর আলোচক, সংসদ সদস্য, রাজনীতিক ও ব্যবসায়ীর নামের তালিকা গত কয়েকদিন ধরে ঘুরছে সোশাল মিডিয়ায়। বিভিন্নজন তা শেয়ার করছেন, গণমাধ্যমেও তালিকাটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ
মোমিজদের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে, “কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) এর সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এর নাম সম্বলিত ওয়েস্টিন কুইন পাপিয়ার ডেরায় যাতায়াতকারী ২১ জনের একটি কথিত তালিকা প্রকাশ করে বলা হয়েছে, ‘পাপিয়ার সাথে কুষ্টিয়া-৪ এর সাংসদ সেলিম আলতাফ জর্জের সম্পর্ক কি? র্যাবের কাছে পাপিয়া যার যার নাম বলেছে, সেই লিস্টে সাংসদ জর্জ এর নাম ১৪ নম্বরে আছে।’
“এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে কার্যত তাকে (জর্জ) সামাজিক, রাজনৈতিক, পারিবারিকভাবে হেয় প্রতিপন্নসহ সম্মানহানি ঘটিয়েছে। সেই সাথে এমন ভিত্তিহীন বানোয়াট তথ্য ছড়িয়ে তার প্রতি ঘৃণা-বিদ্বেষ সৃষ্টিসহ উস্কানিমূলক আইন শৃংখলার অবনতি ঘটানোর কারণ ঘটিয়েছে।”
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক বলেন, মোমিজ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, পরে জেলা আওয়ামী লীগের সদস্য হন। সর্বশেষ প্রস্তাবিত নতুন কমিটিতে সদস্য হিসেবে তার নাম দেওয়া আছে, তবে সেই কমিটি এখনও অনুমোদিত হয়ে আসেনি।
বাংলাদেশে প্রথম সংসদের সদস্য আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়ার নাতি জর্জ এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার চাচি সুলতানা তরুণ ওই আসনে নবম সংসদে নির্বাচিত হয়েছিলেন। সুলতানার স্বামী প্রয়াত আবুল হোসেন তরুণও ওই আসনে সংসদ সদস্য ছিলেন।