Published : 18 May 2020, 08:00 PM
সোমবার বিকালে শহরের পূর্ব বাজার, মাড়োয়াড়ি পট্টিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সদর উপজেলার সহকারী কমশিনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ওই তিন ব্যবসায়ীর কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
“অভিযানে পূর্ব বাজারে দোকানগুলো বাইরে থেকে তালাবদ্ধ রেখে ভেতরে পণ্য কেনাবেচা প্রমাণ মেলে। এমন অভিযোগে ৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।”