Published : 31 Jul 2020, 03:44 PM
উপজেলার উপজেলার ঝিকরা এলাকার তুশি-তারেক ছাত্রাবাস থেকে ককটেল, জিহাদি বই ও পোস্টারসহ ওই ছয়জনকে আটক করা হয় বলে উল্লাপাড়া মডেল থানার ওসি দিপক কুমার দাস জানান।
আটক হলেন- উল্লাপাড়া উপজেলা জামায়াতের সিনিয়র সহ-সভাপতি বাকুয়া গ্রামের হোসেন আলীর ছেলে আতাউর রহমান (৫৪), উল্লাপাড়া পৌর জামায়াতের সেক্রেটারি বজ্রাপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৪০), উপজেলা ছাত্র শিবিরের সাবেক আমীর ধামাইকান্দি রশিপাড়ার রহিস উদ্দিন সরকারের ছেলে মাসুম হাসান ওরফে বোমা মাসুম (২৫), ছাত্র শিবিরের সাথী ঘাটিনা গ্রামের আব্দুল লতিফের ছেলে মনিরুল ইসলাম (২০), ছাত্র শিবিরের সাথী গয়হাট্রা গ্রামের আলতাব হোসেনের ছেলে হাসান (২৮) ও সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার সোবহান শেখের ছেলে রায়হান আলী (৩০)।
ওসি বলেন, “ঈদুল আযহার দিনে নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠক করা হচ্ছে গোপন সংবাদে ওই ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় ৬ জনকে আটক এবং ৭টি ককটেল, জিহাদি বই ও বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককতরা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে।”
তিনি বলেন, আটকদের মধ্যে রায়হান আলী বাদে আটক সবার বিরুদ্ধে থানায় একাধিক থানায় মামলা রয়েছে; যার মধ্যে আতাউর রহমানের বিরুদ্ধে মামলার সংখ্যা ১৫টি। এ ঘটনায় নতুন করে মামলার প্রস্তুতি চলছে।