Published : 27 Aug 2020, 10:24 PM
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নওদা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার কাকুরিয়া গ্রামের ঈমান আলির ছেলে ইসমাইল হোসেন (২৫) ও একই গ্রামের রফিক হোসেনের ছেলে রকি (২৪)।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তারা মহেশপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। নওদা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ ঝাড়ে ধাক্কা খায় তাদের মোটরসাইকেল।
“ইসমাইল হোসেন ঘটনাস্থলে মারা যান। রকিকে উদ্ধার করে মহেশপুর মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; সেখানে তিনি মারা যান।”