Published : 12 Oct 2020, 10:22 AM
জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, রোববার রাতে সোহেল রানা নামে ওই যুবককে শহরের আমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোহেল জয়পুরহাট পৌর এলাকার পাঁচুরচক সোনারপাড়া এলাকার আবেদ আলীর ছেলে।
ওসি বলেন, ওই গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে সোহেল এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ‘কুপ্রস্তাব’ দেন।
পরে ওই নারী ঘটনাটি তার স্বামীকে জানালে তিনি বাদী হয়ে সোহেলকে আসামি করে থানায় মামলা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।