Published : 19 Oct 2020, 01:30 PM
সোমবার নেত্রকোণা পৌর শহরের ছোটবাজার এলাকার দত্ত মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান।
নিহত কামরুন্নাহার সিদ্দিক (৫৫) শহরের কুড়পার এলাকার আইনজীবী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
“এ সময় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কামরুন্নাহার। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।”
ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে জানান এ পুলিশ কর্মর্তা।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তাজুল।