Published : 29 May 2025, 10:19 AM
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে গলা কেটে হত্যা করা এক গৃহবধূর লাশ বাড়ির পাশের পুকর থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে দ্বীপের শতফুল গ্রামে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান।
নিহত আমেনা বেগম ওই গ্রামের মো. এমরান উদ্দিনের স্ত্রী। তিনি চার মেয়ে, দুই ছেলের জননী ছিলেন।
নিঝুম দ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল মোমিন বাবলু বলেন, আমেনা বেগমের স্বামী নিঝুম দ্বীপ বাজারে শুঁটকির ব্যবসা করেন। তাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেরা জেলা শহর মাইজদীতে থেকে লেখাপড়া করছে। স্বামী-স্ত্রী দুজন বাড়িতে থাকেন।
বুধবার সন্ধ্যায় এমরান বাড়িতে এসে স্ত্রীকে নামাজ পড়া অবস্থায় দেখে যান। এরপর রাত পৌনে ১০টার দিকে এমরান বাড়ি ফিরে দেখেন বসত ঘরের দরজা খোলা।
“তিনি ঘরে ঢুকে দেখেন স্ত্রী নেই কিন্তু কক্ষে রক্ত পড়ে আছে। তাৎক্ষণিক তিনি মোবাইলে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এরপর বাড়িতে খোঁজাখুজির এক পর্যায়ে রক্তাক্ত মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়।”
এসআই আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ভোর রাতের দিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলেও জানান ওসি।