Published : 18 May 2025, 06:14 PM
চাঁদপুর শহরে নর্দমায় জমা গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন আহত হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে শহরের নতুন বাজার কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া জানান।
আহতরা হলেন- শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী তন্নী আক্তার (৩৫), তার ছেলে রোহান (৮) এবং মাদ্রাসার শিক্ষার্থী ও গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে মো. রাহিম (৮)।
রোহান ও রাহিম শহরের মসজিদ দারুল ইমাম মাদ্রাসা ইকরা বিভাগের ছাত্র।
স্থানীয় বাসিন্দা মো. হোসেন বলেন, “মাদ্রাসা ছুটি হওয়ার পর মা-ছেলে এবং রাহিম ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে নর্দমার গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে তারা তিনজনই কম-বেশি আহত হন।”
বিস্ফোরণের পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, “আহত মা ও ছেলেকে ভর্তি করা হয়েছে এবং পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া।
এ সময় এক কর্মকর্তা বলেন, “সাধারণত খোলা নর্দমায় এ ধরনের বিস্ফোরণ ঘটে না। যখন নর্দমা ঢাকা থাকে এবং বাতাস বাইরে যেতে পারে না, তখন সাধারণ জমে থাকা গ্যাসে চাপ তৈরি হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। এখানে হয়ত সেটাই হয়েছে।”