Published : 06 Nov 2022, 11:03 PM
সাতক্ষীরার কালিগঞ্জে হয়ে গেল গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব।
শনিবার দুপুরে শুরু হওয়া এ উৎসব নৌভ্রমণ ও আলোচনার মধ্য দিয়ে রোববার বিকালে শেষ হয়।
বিচ্ছেদ নয়, মিলনই মৌলিক; সৌহার্দ্য সম্প্রীতি সম্ভ্রমের স্লোগানে কালিগঞ্জের সুশীলন চত্বরে উৎসবের শুরু হয়।
জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাহিত্যিক-প্রবন্ধিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন কবি আবদুস সামাদ ফারুক, বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ, পশ্চিমবঙ্গ থেকে আসা কবি ও সঙ্গীতশিল্পী কল্লোল ঘোষাল, অঞ্জনা গোস্বামী, সান্ত্বনা দাশ ও কবি অনিন্দ্য আনিস।
কল্লোল ঘোষাল বলেন, কবিতার শক্তি কামানের গোলার চেয়েও শক্তিশালী। সাহিত্য-সংস্কৃতি দুই বাংলাকে একাট্টা করে রেখেছে। কাঁটাতারের বেড়া আমাদের ভাগ করতে পরেনি।