Published : 16 Sep 2024, 01:34 PM
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরে রেল ও সড়ক পথে সব ধরনের পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য এবং বন্দর থেকে পণ্য খালাসের কাজ বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আবার পুরোদমে আমদানি-রপ্তানি ও বন্দরের স্বাভাবিক কাজকর্ম চলবে বলে জানান তিনি।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “বন্দর ব্যবহারকারীরা ছুটিতে থাকায় দুই দেশের মধ্যে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।”
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতে কোনো বাধা থাকছে না।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থানার ওসি আজহারুল ইসলাম বলেন, “সরকারি ছুটি থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।”